জাককানইবিতে মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রাম লঞ্চ হলো আজ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাব কর্তৃক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রাম REMARK THE MODEL UN. প্রোগ্রামটি নভেম্বরের ৫ তারিখ থেকে নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। মূলত প্রতিযোগিদের এখানে ‘ছায়া জাতিসংঘ’ বা MUN নিয়ে তার ধারনাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। প্রোগ্রামটি বিনামূল্যে সকলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করা এ কম্পিটিশনে। (১) পাবলিক স্পিকিং, (২) মোশন গ্রাফিক্স (ভিডিও) ও (৩) কন্টেন্ট রাইটিং। তিনটি ক্যাটাগরি থেকে মোট নয়জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য থাকছে ই-সার্টিফিকেট, এচিভমেন্ট লেটার। ইভেন্ট লিংকঃ https://fb.me/e/3p0OR5fkl