আলমগীর হোসেন ইমন: জাপান প্রতিনিধি: জাপানের হিয়োগো প্রিফেকচারের কোবে শহরে ( ইশোগামী মাঠে ) ১৪ নভেম্বর ২০২০,শনিবার এক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এতে বিবেক স্পোর্টিং ক্লাবের নীল দল ও লাল দল অংশ গ্রহন করে। শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়,বিবেক স্পোর্টিং ক্লাবের লাল দলের অধিনায়ক জাহিদ ইকবাল , প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেন। লাল দলের পক্ষে ইউসুফ(৪৯) শিহাব (৩২) ও অধিনায়ক জাহিদ (২২) রান করেন। নীল দলের পক্ষে ফয়সাল তিনটি ও ইমন দুইটি উইকেট নেন। ১২৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে অর্ধশতক পূর্ণ করেন। দলীয় ৫৬ রানে সাজঘরে ফিরেন মোস্তাইন (১৫)। এরপর সাবের (১১) ফিরে গেলে চাপে পরে
যায় নীল দল। বুম বুম খ্যাত রনি ২ টি চার ও ১ টি ছক্কার বিনিময় ২২ রান করে জয়ের দ্বারপ্রান্তে এসে আউট হয়ে যান। শেষ ৬ বলে জয়ের জন্য নীল দলের দরকার ছিল ৬ রান। প্রথম বলে রান নিতে গিয়ে রান আউট হয়ে যান ইকবাল (১) দ্বিতীয় বল হোয়াইট, তৃতীয় বলে কাবারে ঠেলে দিয়ে একটি রান নেন ইমন। চতুর্থ বলে ব্যাট লাগাতে পারেনি নূর আলম। খেলা তখন টানটান উত্তেজনায়। জিততে হলে ৩ বলে ৪ রান দরকার। পঞ্চম বলে কাবারের উপর দিয়ে বল সীমানার বাহিরে পাঠান নূর আলম। ২ বল বাকি থাকতেই জয় তুলে নেন নীল দল। নীল দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ফয়সাল ৫০ বলে ৬ টি চার ও ১ ছক্কায় ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হন ফয়সাল। সংক্ষিপ্ত স্কোর ,বিবেক স্পোটিং ক্লাব লাল দল দল: ১২৫/৬ ইউসুফ (৪৯) শিহাব (৩২) ও জাহিদ (২২) রান করেন। ফয়সাল ৩৪/৩, ইমন ২১/২ নীল দল দল: ১২৭/৫ ফয়সাল (৫৫) রনি ( ২২) মোস্তাইন (১৫) নূর আলম (৯*) শিহাব ২৩/৩