আলমগীর হোসেন ইমন : জাপান প্রতিনিধি:
গতকাল ২০ নভেম্বর, ২০২০, শুক্রবার। এক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়।এতে অংশগ্রহণ করে বিবেক স্পোর্টিং ক্লাব ঢাকা বনাম ওয়ারিয়র বয়েজ ক্লাব, শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়ারিয়র বয়েজ ক্লাবের অধিনায়ক রেদওয়ান আজমি, ১২ ওভারে শেষে ১০৫ রান করে অল আউট হয়ে যায় ওয়ারিয়র বয়েজ ক্লাব, দলের পক্ষে মোল্লা বাবু (৩০),সালমান (২৭), ও রাব্বি(২৫) রান করেন, বিবেক স্পোটিং ক্লাবের প্রিন্স অমিত ৫ উইকেট নেন, শান্ত ও মিরাজ ২ টি করে উইকেট নেন।
১০৬ রানের জয়ের লক্ষে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় বিবেক স্পোটিং ক্লাব আলমগীর (০) নাঈম (৬), এরপর সিরাজ (২২) ও নাঈম হাসান (২০) এর জুটি তে ঘুরে দাঁড়ায়, বিবেক স্পোর্টিং ক্লাবের পক্ষে সর্বোচ্চ রান করে আবির (৩০) ও দলীয় অধিনায়ক শান্ত (১৫) রান করেন। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বিবেক স্পোর্টিং ক্লাব।
ওয়ারিয়র বয়েজ ক্লাবের মিশাল, আকাশ ও ছোট বাবু ১ টি করে উইকেট নেন।
২০ রানে ৫ উইকেট নিয়ে, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। বিবেক স্পোর্টিং ক্লাবের প্রিন্স অমিত।