ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুলাই) উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কোম্পানি লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

কারখানার কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ জানান, চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কোম্পানি লিমিটেডের কারখানাটিতে বিটুমিন তৈরি করা হয়। কারখানার বয়লার থেকে দাহ্য পদার্থ জাতীয় পাউডার বের করা হয়। এ কাজে ব্যবহৃত ভারী মেশিন সরানোর জন্য একটি ক্রেন বসানো হচ্ছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েলডিং মেশিন দিয়ে ঝালাই করার সময় আগুনের ফুলকি গিয়ে বয়লারে লাগে। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বয়লারের সামনে থাকা ছয়জন শ্রমিক দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আহতদের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুতর। তার দুই হাত, পিঠ ও পেটের অংশ ঝলসে যায়।

বেলাবো থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

আপডেট সময় : ১২:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুলাই) উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কোম্পানি লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

কারখানার কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ জানান, চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কোম্পানি লিমিটেডের কারখানাটিতে বিটুমিন তৈরি করা হয়। কারখানার বয়লার থেকে দাহ্য পদার্থ জাতীয় পাউডার বের করা হয়। এ কাজে ব্যবহৃত ভারী মেশিন সরানোর জন্য একটি ক্রেন বসানো হচ্ছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েলডিং মেশিন দিয়ে ঝালাই করার সময় আগুনের ফুলকি গিয়ে বয়লারে লাগে। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বয়লারের সামনে থাকা ছয়জন শ্রমিক দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আহতদের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুতর। তার দুই হাত, পিঠ ও পেটের অংশ ঝলসে যায়।

বেলাবো থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।