চট্টগ্রাম : চট্টগ্রামে সড়কে উল্টে যাওয়া সিএনজিচালিত অটোরিকশায় লরির ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটিয়ার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা গ্রামের শ্রীকান্ত ধর (৬৫) ও তার ছেলে লিটু কুমার ধর এবং জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আলী আজগর (৩০)।
খোঁজ নিয়ে জানা যায়, যাত্রী নিয়ে একটি সিএনজিচালতি অটোরিকশা পটিয়া থেকে চট্টগ্রামে আসছিল। শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে হঠাৎ উল্টে যায় অটোরিকশাটি।
এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী পণ্যবাহী লরির সঙ্গে অটোরিকশাকে ধাক্কা দেয়। লরির নিচে চাপা পড়ে অটোরিকশা। ঘটনাস্থলেই যাত্রী শ্রীকান্ত ধর ও তার ছেলে লিটু কুমার মারা যান।
আহত অবস্থায় অটোরিকশাচালক আজগরকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে সড়ক দুর্ঘটনার খবর পাই। এতে তিনজনের মৃত্যু হয়েছে।