ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর পেছাল

চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের দেশটিতে সফর করার কথা। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ‘এ’ দলের দুদিন পিছিয়েছে বিসিবি।

পাকিস্তান সফরের উদ্দেশ্যে আজ ৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের এবং ৩টি একদিনের ম্যাচ খেলার কথা।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির যোগাযোগ অব্যাহত আছে।

এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার কথা ভাবছে আইসিসি। আসন্ন অক্টোবরে বাংলাদেশ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতোমধ্যেই আইসিসি বিকল্প খুঁজছে বলে জানা গেছে। আইসিসির বিকল্প ভাবনায় আরব আমিরাত, ভারত এবং শ্রীলঙ্কা রয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর পেছাল

আপডেট সময় : ১২:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের দেশটিতে সফর করার কথা। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ‘এ’ দলের দুদিন পিছিয়েছে বিসিবি।

পাকিস্তান সফরের উদ্দেশ্যে আজ ৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের এবং ৩টি একদিনের ম্যাচ খেলার কথা।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির যোগাযোগ অব্যাহত আছে।

এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়ার কথা ভাবছে আইসিসি। আসন্ন অক্টোবরে বাংলাদেশ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতোমধ্যেই আইসিসি বিকল্প খুঁজছে বলে জানা গেছে। আইসিসির বিকল্প ভাবনায় আরব আমিরাত, ভারত এবং শ্রীলঙ্কা রয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।