সোমবারের পর ফের মঙ্গলবার। আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সোমবার ধর্মতলায় রাত জেগেছিল ‘আমরা তিলোত্তমা’ মঞ্চ।
তদন্তে গাফিলতির অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে মঙ্গলবার লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সামনে রাত জাগবে জুনিয়র চিকিৎসকেরা।
সাধারণ মানুষের পাশাপাশি রবিবারের পর সোমবারও আন্দোলনকারীদের সমর্থন জানাতে লালবাজারের সামনে এসেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীলা দত্ত-সহ টলিপাড়ার একঝাঁক শিল্পী। জোর গলায় তাঁরা বললেন, “এনাফ ইজ এনাফ। বিচার চাইতে এবার থেকে দরকার হলে প্রতিটা রাত জাগব।”
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাতে মধ্যরাতে লালবাজারের আন্দোলনস্থলে দেখা মিলল অনেক সিনিয়র চিকিৎসককেও। বললেন, “ডিউটি সেরে এসেছি, জুনিয়রদের আন্দোলনকে বুস্ট আপ করতে।”
জুনিয়র ডাক্তারদের দাবি হল, আরজি কর কাণ্ডের ঘটনার দায় নিয়ে সরতে হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এদিন তাঁরা কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু বিনীত গোয়েল তাতে রাজি না হওয়ায় এরপরই তাঁরা প্রতিবাদে রাস্তায় বসে পড়েন। জানিয়ে দেন, দাবি না মানা পর্যন্ত অবস্থান চলবে।
জানা যাচ্ছে, ৪ সেপ্টেম্বর লালবাজারের সামনে আন্দোলনকারী পড়ুয়াদের রাত দখলের কর্মসূচিতে সামিল হতে পারে আরজি করে নিহত শিক্ষার্থী চিকিৎসকের বাবা-মাও। ওই দিন তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে রাত জাগবেন বলে জানালেন সোহিনীরা।
প্রসঙ্গত, পড়ুয়াদের এদিনের বিক্ষোভ অবস্থানের মধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। ওই খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। একই সঙ্গে তাঁরা জানান, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ না হওয়া পর্যন্ত লালবাজারের সামনে তাঁদের অবস্থান চলবে।
অন্যদিকে, মঙ্গলবারই পশ্চিমবঙ্গ বিধানসভায় ধর্ষণ-রোধী একটি কড়া আইন আনার জন্য বিল পেশ করা হবে, যেখানে দোষীর ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছে।