ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শাহবাগে ব্যাপক সংঘর্ষ, গাড়িতে আগুন-ভাংচুর

রাজধানীর শাহবাগে আওয়ামীপন্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অনেক গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, আজ রোববার সকালে শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। তবে, বিএসএমএমইউয়ের ভেতরের ভবনগুলোর ছাদে সরকারদলীয় কিছু নেতাকর্মী আশ্রয় নিয়েছেন।

বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিএসএমইউয়ের ভেতরে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে আসা সাধারণ মানুষ, রোগী, স্বজনসহ সংশ্লিষ্ট অনেকেই। অন্যদিকে ঘোষিত সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। নেই গণপরিবহন, চলছে শুধু রিকশা-সিএনজি অটোরিকশা। সড়কে পুলিশের উপস্থিতি খুব একটা দেখা যায়নি।

শাহবাগে ব্যাপক সংঘর্ষ, গাড়িতে আগুন-ভাংচুর

আপডেট সময় : ১২:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

রাজধানীর শাহবাগে আওয়ামীপন্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অনেক গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, আজ রোববার সকালে শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। তবে, বিএসএমএমইউয়ের ভেতরের ভবনগুলোর ছাদে সরকারদলীয় কিছু নেতাকর্মী আশ্রয় নিয়েছেন।

বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিএসএমইউয়ের ভেতরে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে আসা সাধারণ মানুষ, রোগী, স্বজনসহ সংশ্লিষ্ট অনেকেই। অন্যদিকে ঘোষিত সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। নেই গণপরিবহন, চলছে শুধু রিকশা-সিএনজি অটোরিকশা। সড়কে পুলিশের উপস্থিতি খুব একটা দেখা যায়নি।