বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঢল নেমেছে শিক্ষার্থীদের। রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট, আলেখারচর এবং দাউদকান্দি অংশে অবস্থান নেন শত শত শিক্ষার্থী।
এসময় মহাসড়কে এই ‘মুহূর্তে দরকার, সেনাবাহিনীর সরকার’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
অপরদিকে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ অংশও অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা মহাসড়কে কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
একই সময়ে কুমিল্লা-সিলেট সড়কের কয়েকটি স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সড়কের দেবিদ্বার, কোম্পানিগঞ্জ এবং মুরাদনগর অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত দেবিদ্বার, দাউদকান্দি এবং আলেখারচর এলাকায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ- যুবলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সহিংসতা ঠেকাতে কুমিল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।