অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান র্যাবের নতুন মহাপরিচালক; ডিএমপি কমিশনার হয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।
পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনার পর এবার র্যাব প্রধান এবং ঢাকার পুলিশ কমিশনারকেও সরিয়ে দেওয়া হল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের এই এলিট ফোর্সের নেতৃত্বে আনা হয়েছে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে, যিনি এতদিন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত ছিলেন।
আর ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
ব্যারিস্টার হারুন-অর-রশিদ এবং হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এসব বদলির আদেশ জারি করে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে চুক্তি বাতিল করে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ বাহিনীর নেতৃত্বে আনা হয়।
গণ আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, তখন পুলিশের শীর্ষ পদে এসব পরিবর্তন আনা হচ্ছে।