ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারি বৃষ্টির আভাস

দেশে বৃষ্টি কম হচ্ছে কিছুদিন ধরেই। তবে আগামীকাল শুক্রবার থেকে আবার সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আজ একটি লঘুচাপ সৃষ্টিরও আভাস দিয়েছে অধিদপ্তর। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি থাকতে পারে।

 

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল (আজ) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি বর্ষা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। বৃষ্টিপাতও বাড়তে পারে শুক্র-শনিবার থেকে। সারা দেশেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাংশে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।’ 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাংশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাতের তাপমাত্রা কমতে পারে এক থেকে তিন ডিগ্রি। 

আগামী শনিবার বৃষ্টিপাতের বিস্তৃতি ও পরিমাণ আরো বাড়তে পারে। বৃষ্টি বাড়তে পারে ঢাকাতেও। এদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই পাঁচ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

 

এ ছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারি বৃষ্টির আভাস

আপডেট সময় : ১১:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
দেশে বৃষ্টি কম হচ্ছে কিছুদিন ধরেই। তবে আগামীকাল শুক্রবার থেকে আবার সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আজ একটি লঘুচাপ সৃষ্টিরও আভাস দিয়েছে অধিদপ্তর। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি থাকতে পারে।

 

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল (আজ) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি বর্ষা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। বৃষ্টিপাতও বাড়তে পারে শুক্র-শনিবার থেকে। সারা দেশেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাংশে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।’ 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাংশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাতের তাপমাত্রা কমতে পারে এক থেকে তিন ডিগ্রি। 

আগামী শনিবার বৃষ্টিপাতের বিস্তৃতি ও পরিমাণ আরো বাড়তে পারে। বৃষ্টি বাড়তে পারে ঢাকাতেও। এদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই পাঁচ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

 

এ ছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।