নির্বাচন কমিশন সচিবালয়ের আওতায় বাস্তবায়নাধীন ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়)’ প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে চাকরি স্থায়ী করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।
ইসি চিঠিতে জানায়, নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পে আউটসোর্সিং ভিত্তিতে কর্মরত ২ হাজার ২৩১ জন জনবল রাজস্ব খাতে স্থানান্তরের লক্ষ্যে প্রকল্প কার্যালয় হতে সূত্রোক্ত পত্রের মাধ্যমে প্রাপ্ত একটি স্মারকলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অগ্রায়ন করা হলো।
এর আগে, নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ)-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে আজ সকাল সাড়ে ৮টা থেকে ইসির সামনের সড়কে অবস্থান নেয়।