অ্যান্ড্রয়েড ডিভাইসে নির্বিঘ্ন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে প্রায়ই নিজেদের এ পরিষেবায় আপডেট আনে গুগল
অ্যান্ড্রয়েড ট্যাবলেট, ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোন বা বাজেটবান্ধব কোনো ফোন, ব্যবহারকারী যাই ব্যবহার করেন না কেন, এ সকল মূল অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ‘গুগল প্লে সার্ভিসেস’।
এর মাধ্যমে ব্যবহারকারী নিজের গুগল অ্যাকাউন্ট সামলানোর, বিভিন্ন গুগল অ্যাপে সংযোগ ঘটানোর সুযোগ পেয়ে থাকেন। এমনকি ব্যবহারকারীর কাছে প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপের সমন্বয়ক হিসেবেও কাজ করে এটি। এর মাধ্যমে ‘জিমেইল’ ও ‘প্লে স্টোর’-এর মতো অ্যাপগুলো অপারেটিং সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পায়।
ঠিক সে বিষয়টি মাথায় রেখেই গুগল প্লে সার্ভিসেস কীভাবে আপডেট করা দরকার, তা প্রতিবেদনে প্রকাশ করেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিশ।
আপডেট করা প্রয়োজন কেন?
গুগল প্লে সার্ভিস আপডেট করা অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুরুত্বপূর্ণ।
গুগল সাইন ইন, ম্যাপস এসব অ্যাপ ও বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের মাঝখানে সেতু হিসেবে কাজ করে গুগল প্লে সার্ভিসেস। অ্যান্ড্রয়েড ডিভাইসে নির্বিঘ্ন অবিজ্ঞতা দেওয়ার জন্য প্রায়ই তাদের এ পরিষেবায় আপডেট আনে গুগল। ফোনের সিস্টেম সাধারণত ম্যানুয়াল বা আলাদা কোনো ইনপুট ছাড়াই এটি আপডেট করে। তবে, কিছু সময় নিজে থেকে এটি আপডেট নিতে ব্যর্থ হয়। এমন হলে ডিভাইসে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ত্রুটি দেখা দিতে পারে।
ডিভাইস অতিরিক্ত গরম হওয়া থেকে দ্রুত ব্যাটারি চলে যাওয়ার জন্যও দায়ী হতে পারে ত্রুটিপূর্ণ গুগল প্লে সার্ভিসেস। অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগলের বিভিন্ন পরিষেবা ব্যবহারের সময় ঝামেলা হতে পারে।
কীভাবে আপডেট করবেন?
গুগল প্লে সার্ভিসেস-এর তালিকাটি ডিফল্টরূপে লুকানো থাকে। প্লে স্টোর-এ খুজলেও এটি সামনে আসবে না। ফলে, ডিভাইসের সেটিংস মেনু থেকে প্লে স্টোর তালিকা খুঁজে বের করতে হবে।
১. প্রথমে ফোনের সেটিংস অ্যাপে যান ও ‘অ্যাপস’ বিভাগটি বেছে নিন।
২. ‘সি অল অ্যাপস’ অপশনে চাপুন।
৩. ওপরের ডান কোণায় ‘সার্চ’ আইকনে চাপুন।
৪. ‘প্লে’ লিখুন ও ‘গুগল প্লে সার্ভিসেস’ অপশনে চাপুন।
৫. নিচে স্ক্রল করে ‘অ্যাপ ডিটেইলস’-এ চাপুন। এটি গুগল প্লে স্টোরের অফিশিয়াল তালিকা সামনে আনবে।
৬. এরপরের পেইজ থেকে ‘আপডেট’ বোতামে চাপুন।
এখানে যদি ‘নিউ আপডেট পেন্ডিং’ নামের কোনো লেখা না দেখতে পান; তবে ফোনে গুগল প্লে সার্ভিসেস সর্বশেষ সংস্করণ ইনস্টল করাই থাকতে পারে বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিশ।