ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ধান ঝাড়াইয়ের লাঠি দিয়ে মেয়েকে আঘাত করেন মা, হাসপাতালের পথে মৃত্যু

মনিটর এর দাম জানতে এখন-ই ক্লিক করুন

যশোরের অভয়নগরে মায়ের লাঠির আঘাতে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার(২২ মে) সকালে উপজেলার মাগুরা গ্রামে এ ঘটনা মৃত্যু হয়।

নিহত তরুণীর নাম মুন্নী খাতুন(১৯)। তিনি মাগুরা গ্রামের জসিম উদ্দিন মোল্যার মেয়ে।

 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মুন্নী খাতুনের মা মরিয়ম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, মেয়ে মুন্নীকে বিয়ে দেয়া হলে তার বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতেন তিনি। বুধবার সকালে মা মরিয়ম বেগমের সঙ্গে মুন্নীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মরিয়ম বেগম তার হাতে থাকা ধান ঝাড়াইয়ের বাঁশের লাঠি দিয়ে মুন্নীকে আঘাত করেন।
এ সময় অসাবধানতাবশত মুন্নীর নাকের মাঝখানে লাঠির আঘাত লাগে। পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ‘মা ও মেয়ের ঝগড়ার জের ধরে মায়ের লাঠির আঘাতে মেয়ে মুন্নী খাতুন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য মুন্নী খাতুনের মা মরিয়ম বেগমকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সকল প্রকার কম্পিউটার পূন্যের দাম জানতে এখন-ই ক্লিক করুন

ধান ঝাড়াইয়ের লাঠি দিয়ে মেয়েকে আঘাত করেন মা, হাসপাতালের পথে মৃত্যু

আপডেট সময় : ০১:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

যশোরের অভয়নগরে মায়ের লাঠির আঘাতে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার(২২ মে) সকালে উপজেলার মাগুরা গ্রামে এ ঘটনা মৃত্যু হয়।

নিহত তরুণীর নাম মুন্নী খাতুন(১৯)। তিনি মাগুরা গ্রামের জসিম উদ্দিন মোল্যার মেয়ে।

 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মুন্নী খাতুনের মা মরিয়ম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, মেয়ে মুন্নীকে বিয়ে দেয়া হলে তার বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতেন তিনি। বুধবার সকালে মা মরিয়ম বেগমের সঙ্গে মুন্নীর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মরিয়ম বেগম তার হাতে থাকা ধান ঝাড়াইয়ের বাঁশের লাঠি দিয়ে মুন্নীকে আঘাত করেন।
এ সময় অসাবধানতাবশত মুন্নীর নাকের মাঝখানে লাঠির আঘাত লাগে। পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ‘মা ও মেয়ের ঝগড়ার জের ধরে মায়ের লাঠির আঘাতে মেয়ে মুন্নী খাতুন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য মুন্নী খাতুনের মা মরিয়ম বেগমকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’