হিউস্টনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পর মঙ্গলবার ডালাসে যুক্তরাষ্টের সঙ্গে গা গরমের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেলেও রয়ে গেছে রেশ। সেই আবহকে সঙ্গী করে আরও একবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে এটি দ্বিপাক্ষিক লড়াই বা আন্তর্জাতিক ম্যাচ নয়। বিশ্বকাপের আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে এই দুই দল।
এই ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ ভেন্যুতে ম্যাচ খেলার প্রথম সুযোগও পাবে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
কোনো স্বীকৃত ম্যাচ এটি নয়। ব্যাটিং-বোলিং ১১ জন করে করলেও এই ম্যাচে খেলানো যাবে স্কোয়াডের সবাইকে।