এডেন উপসাগরে বিগত ২৪ ঘণ্টায় দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন বাহিনী জানায়, ইরান-সমর্থিত হুথিরা লাইবেরিয়ার পতাকাবাহী সুইস-মালিকানাধীন কনটেইনার জাহাজ তাভভিশিতে জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনও ক্রু আহত হয়নি।
এছাড়াও অ্যান্টিগুয়া এবং বার্বাডোসের পতাকাবাহী জার্মান মালিকানাধীন পণ্যবাহী জাহাজ নর্ডারনিতে হুথিদের ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও জানিয়েছে সেন্টকম। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনও ক্রু আহত হয়নি এবং জাহাজটি যাত্রা অব্যাহত রেখেছে।
এদিকে সেন্টকম দাবি করেছে, তাদের বাহিনী এডেন উপসাগরে ক্রুবিহীন বিমান ব্যবস্থা ধ্বংস করেছে। সেই সঙ্গে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় স্থল হামলার দুটি ক্রুজ মিসাইল ও একটি মিসাইল লঞ্চার ধ্বংস করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল