ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ চালক-হেলপার গ্রেফতার

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় মাদক পরিবহন ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার ফিরোজপুর পশ্চিম পাড়ার মৃত আলী মিয়ার ছেলে বাসচালক মো. আলমগীর (৫০) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার ক্ষেতিবিল ডেইলপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে হেলপার মো. কামাল (৩৪)।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মুহাম্মদ মোশাররফ হোসাইন।

তিনি বলেন, একটি বাসে করে ইয়াবার চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা মূলত বাসের চালক ও হেলপার। বাস চালানোর কৌশলে তারা মাদক পরিবহন করে আসছিল। তাদের মধ্যে চালক আলমগীরের বিরুদ্ধে দুটি এবং হেলপার কামালের বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে বলে জানান এসআই মোশাররফ।

চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ চালক-হেলপার গ্রেফতার

আপডেট সময় : ০৫:০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় মাদক পরিবহন ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার ফিরোজপুর পশ্চিম পাড়ার মৃত আলী মিয়ার ছেলে বাসচালক মো. আলমগীর (৫০) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার ক্ষেতিবিল ডেইলপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে হেলপার মো. কামাল (৩৪)।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মুহাম্মদ মোশাররফ হোসাইন।

তিনি বলেন, একটি বাসে করে ইয়াবার চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা মূলত বাসের চালক ও হেলপার। বাস চালানোর কৌশলে তারা মাদক পরিবহন করে আসছিল। তাদের মধ্যে চালক আলমগীরের বিরুদ্ধে দুটি এবং হেলপার কামালের বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে বলে জানান এসআই মোশাররফ।