ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ই-ড্রাইভিং লাইসেন্স: ব্যবহার করা যাবে যেসব কাজে

‘ই-ড্রাইভিং লাইসেন্স’ এতদিন শুধু মোটরযান চালানোর ক্ষেত্রে ব্যবহারে গ্রহণযোগ্যতা থাকলেও এবার সে অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

এখন থেকে যেসব ক্ষেত্রে স্মার্টকার্ড ব্যবহার করা যায়, সেসব ক্ষেত্রেও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলমের সই করা সংশোধিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিএ কিউআর কোড সংবলিত ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকরা ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে।

এতে আরও বলা হয়, ই-ড্রাইভিং লাইসেন্সে প্রদত্ত কিউআর কোড দিয়ে সরাসরি ডেটাবেজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য যাচাই করা যাবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ই-ড্রাইভিং লাইসেন্স: ব্যবহার করা যাবে যেসব কাজে

আপডেট সময় : ০৭:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

‘ই-ড্রাইভিং লাইসেন্স’ এতদিন শুধু মোটরযান চালানোর ক্ষেত্রে ব্যবহারে গ্রহণযোগ্যতা থাকলেও এবার সে অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

এখন থেকে যেসব ক্ষেত্রে স্মার্টকার্ড ব্যবহার করা যায়, সেসব ক্ষেত্রেও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলমের সই করা সংশোধিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিএ কিউআর কোড সংবলিত ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকরা ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে।

এতে আরও বলা হয়, ই-ড্রাইভিং লাইসেন্সে প্রদত্ত কিউআর কোড দিয়ে সরাসরি ডেটাবেজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য যাচাই করা যাবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।