ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের অতিরিক্ত চাপ

মুন্সীগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজায় আজ মঙ্গলবার মোটরসাইকেলের ভিড়।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। পদ্মা সেতুর সাতটি বুথেই চলছে নিরবচ্ছিন্ন টোল আদায়। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে সরেজমিনে এসব চিত্র দেখা গেছে।

মহাসড়কে দেখা গেছে, মোটরসাইকেল, বাস, প্রাইভেটকারে নিজ নিজ গন্তব্যে ছুটছে মানুষ। এদিকে পদ্মা সেতুর টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে।

এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘সোমবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। আজ সকাল থেকে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। টোল প্লাজায় কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। তবে মহাসড়কে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন। কোথাও কোনো বিড়ম্বনা নেই।’

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের অতিরিক্ত চাপ

আপডেট সময় : ১২:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। পদ্মা সেতুর সাতটি বুথেই চলছে নিরবচ্ছিন্ন টোল আদায়। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে সরেজমিনে এসব চিত্র দেখা গেছে।

মহাসড়কে দেখা গেছে, মোটরসাইকেল, বাস, প্রাইভেটকারে নিজ নিজ গন্তব্যে ছুটছে মানুষ। এদিকে পদ্মা সেতুর টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে।

এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘সোমবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। আজ সকাল থেকে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। টোল প্লাজায় কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। তবে মহাসড়কে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন। কোথাও কোনো বিড়ম্বনা নেই।’