সরেজমিনে দেখা যায় মহাসড়কের হাটিকুমরুল, বোয়ালিয়া বাজার, শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড ও কাওয়াক মোড়ের রাস্তার পিচ গলে নরম হয়ে গেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহাসড়কের উল্লাপাড়া শ্রী খোলা মোড় এলাকায়। মহাসড়কের এই অংশে পিচ গলে পুরো রাস্তা নরম হয়ে এবড়ো-থেবড়ো হয়ে ড্রেনের মতো সরু গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে মহাসড়ক, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
তাপপ্রবাহের পাশাপাশি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করায় এমন অবস্থা হয়েছে বলে অভিযোগ চালক ও এলাকাবাসির। দ্রুত মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি তাদের।
স্থানীয়দের অভিযোগ, ঈদের আগে মহাসড়কের এই অংশে মেরামতের কাজ করে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু সড়ক মেরামতে নিম্নমানের নির্মাণ সামগ্রী, সেই সাথে নিন্ম মানের বিটুমিন ব্যবহারের ফলেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের।
পাবনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চালক আশরাফুল বলেন, গত কয়েক দিনে রোদের তাপে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে পিচ গলে গেছে। এতে রাস্তা নরম হয়ে যাওয়ায় গাড়ি চালাতে সমস্যা হচ্ছে।
তবে সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, তাপের প্রভাবে যে সকল স্থানে সমস্যা হচ্ছে সে সব স্থানে জরুরি ভিত্তিতে বালি দিয়ে ঠিক করে দেয়া হবে।
ঢাকা-পাবনা মহাসড়ক দিয়ে প্রতিদিন ৪ জেলার প্রায় ৩ হাজার যানবাহন চলাচল করে।