চট্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী নারীকে খুনের ঘটনায় মো. ফারুককে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার রাতে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফারুক চট্টগ্রামের সাতকানিয়া থানার মাদার্শা গ্রামের নুরুল ইসলামের ছেলে। সোমবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রাব-৭।
র্যাব জানিয়েছে, গত ১৬ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতকানিয়ার মাদার্শা গ্রামে যুবক মো. আলমগীর ও তার মা রাজিয়া বেগমকে মারধর করে গুরুতর জখম করে ফারুক ও তার সহযোগীরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত আলমগীর বাদী হয়ে হামলাকারী ফারুককে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের করে।
গুরুতর আহত রাজিয়া বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ এপ্রিল মারা যান। ঘটনার পর থেকে হামলাকারী ফারুক আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর মুরাদপুর এলাকা থেকে ফারুককে গ্রেফতার করে র্যাব-৭ এর একটি দল। তাকে সোমবার সকালে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছে র্যাব।