ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

৩ বছরে চরকির ১০টি সিরিজ নির্মাণ করবে ফিল্ম সিন্ডিকেট

দেশীয় কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল ওটিটি প্লাটফর্ম চরকি। আগামী তিন বছরের জন্য ফিল্ম সিন্ডিকেট নামে এক প্রোডাকশন হাউজের সঙ্গে চুক্তি করলো।

এ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে চরকি’র সিইও রেদওয়ান রনি জানান, আগামী তিন বছর ১০ টি ওয়েব সিরিজ চরকির মাধ্যমে দর্শকদের উপহার দেবে ফিল্ম সিন্ডিকেট। ১০টি কন্টেন্টের মধ্যে নির্মাতা শাওকীর একটি ওয়েব সিরিজ শুটিং শেষ করে ফেলেছেন। অল্পকিছুদিনের মধ্যে সেটি মুক্তি পাবে।

এর আগে ফিল্ম সিন্ডিকেট থেকে উনলৌকিক, তকদীর, কাইজার, কারাগার এর মতো জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ নির্মিত হয়েছে। নির্মাতা হিসেবে যুক্ত আছেন সৈয়দ শাওকী, তানিম নূর, কৃষেন্দু মজুমদার, মোকাররম শুভ, রোমেল চৌধুরী, সোবহান সনেট। এবার চরকির সঙ্গে আগামী তিন বছরে ১০ কনটেন্ট নির্মাণের উদ্যোগ নিল ফিল্ম সিন্ডিকেট। যেখানে সুযোগ পাচ্ছে আরো নতুন নতুন গল্পকাররা।

 

এদিন রেদওয়ান রনি বলেন, কোলাবরেশন সব সময় সুফল বয়ে নিয়ে আসে। আশা করছি সিন্ডিকেটের সঙ্গে চরকির এই কোলাবোরেশনে সুফল আসবে। বাংলাদেশের পাশাপাশি বিদেশ থেকেও চরকি ভালো কারেন্সি পাচ্ছে। গতমাসে চরকির আয়ের ৫০ শতাংশ এসেছে দেশের বাইরে থেকে।’

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী বলেন, কনটেন্ট নির্মাণকে পেশা হিসেবে নিতে আগে ঝুঁকি ছিল। কিন্তু ওটিটির কল্যাণে সেই ঝুঁকি কেটে যাচ্ছে। ঠিকঠাকভাবে খেলার জন্য আমরা মাঠ খুঁজছিলাম। চরকি আমাদের ওয়ার্ল্ডকাপ খেলার সুযোগ করে দিল।

সিন্ডিকেটের নির্মাতা তানিম নূর বলেন, ওটিটি প্লাটফর্মের কারণে স্বাধীনতাভাবে গল্প বলতে পারার সৌভাগ্য হচ্ছে। আমরা যারা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে গল্প বলায় পিছিয়ে ছিলাম তাদের জন্য ওটিটি আশীর্বাদস্বরূপ।

 

৩ বছরে চরকির ১০টি সিরিজ নির্মাণ করবে ফিল্ম সিন্ডিকেট

আপডেট সময় : ০২:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

দেশীয় কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল ওটিটি প্লাটফর্ম চরকি। আগামী তিন বছরের জন্য ফিল্ম সিন্ডিকেট নামে এক প্রোডাকশন হাউজের সঙ্গে চুক্তি করলো।

এ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে চরকি’র সিইও রেদওয়ান রনি জানান, আগামী তিন বছর ১০ টি ওয়েব সিরিজ চরকির মাধ্যমে দর্শকদের উপহার দেবে ফিল্ম সিন্ডিকেট। ১০টি কন্টেন্টের মধ্যে নির্মাতা শাওকীর একটি ওয়েব সিরিজ শুটিং শেষ করে ফেলেছেন। অল্পকিছুদিনের মধ্যে সেটি মুক্তি পাবে।

এর আগে ফিল্ম সিন্ডিকেট থেকে উনলৌকিক, তকদীর, কাইজার, কারাগার এর মতো জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ নির্মিত হয়েছে। নির্মাতা হিসেবে যুক্ত আছেন সৈয়দ শাওকী, তানিম নূর, কৃষেন্দু মজুমদার, মোকাররম শুভ, রোমেল চৌধুরী, সোবহান সনেট। এবার চরকির সঙ্গে আগামী তিন বছরে ১০ কনটেন্ট নির্মাণের উদ্যোগ নিল ফিল্ম সিন্ডিকেট। যেখানে সুযোগ পাচ্ছে আরো নতুন নতুন গল্পকাররা।

 

এদিন রেদওয়ান রনি বলেন, কোলাবরেশন সব সময় সুফল বয়ে নিয়ে আসে। আশা করছি সিন্ডিকেটের সঙ্গে চরকির এই কোলাবোরেশনে সুফল আসবে। বাংলাদেশের পাশাপাশি বিদেশ থেকেও চরকি ভালো কারেন্সি পাচ্ছে। গতমাসে চরকির আয়ের ৫০ শতাংশ এসেছে দেশের বাইরে থেকে।’

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী বলেন, কনটেন্ট নির্মাণকে পেশা হিসেবে নিতে আগে ঝুঁকি ছিল। কিন্তু ওটিটির কল্যাণে সেই ঝুঁকি কেটে যাচ্ছে। ঠিকঠাকভাবে খেলার জন্য আমরা মাঠ খুঁজছিলাম। চরকি আমাদের ওয়ার্ল্ডকাপ খেলার সুযোগ করে দিল।

সিন্ডিকেটের নির্মাতা তানিম নূর বলেন, ওটিটি প্লাটফর্মের কারণে স্বাধীনতাভাবে গল্প বলতে পারার সৌভাগ্য হচ্ছে। আমরা যারা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে গল্প বলায় পিছিয়ে ছিলাম তাদের জন্য ওটিটি আশীর্বাদস্বরূপ।