ক্ষতিগ্রস্থ হওয়া অ্যাকাউন্টের সংখ্যা “খুব কম” বলে জানিয়েছে টিকটক। আর প্রয়োজনে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতেও প্রভাবিত অ্যাকাউন্ট মালিকদের সঙ্গে কোম্পানিটি কাজ করছে।
মার্কিন টিভি চ্যানেল সিএনএনসহ বেশ কিছু ব্র্যান্ড ও তারকাদের ওপর সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে সাইবার আক্রমণ হয়েছে। আর এটি বন্ধ করার ব্যবস্থা নিয়েছে ছোট ভিডিওভিত্তিক জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
সোমবার কোম্পানির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
“তাদের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে ও ভবিষ্যতে অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য, আমরা সিএনএন এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।” – বলেছেন ওই মুখপাত্র।
ক্ষতিগ্রস্থ হওয়া অ্যাকাউন্টের সংখ্যা “খুব কম” বলে জানিয়েছে টিকটক। আর প্রয়োজনে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতেও প্রভাবিত অ্যাকাউন্ট মালিকদের সঙ্গে কোম্পানিটি কাজ করছে।
রিয়ালিটি টিভি তারকা প্যারিস হিলটনের অ্যাকাউন্টটি আক্রমণের লক্ষ্যবস্তু হলেও সেটি ক্ষতিগ্রস্থ হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন টিকটকের এক সূত্র।
এদিকে, বর্তমানে মার্কিন আদালতে এক আইনি লড়াই করছে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স। আইনটি টিকে থাকলে, আগামী জানুয়ারির আগে হয় টিকটক অ্যাপটি বিক্রি করতে হবে, নয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার সম্মুখীন হবে সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি।
দেশটির জাতীয় নিরাপত্তার জন্য অ্যাপটির চীনভিত্তিক মালিকানার অবসান দেখতে চায় বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
তবে, টিকটক পাল্টা যুক্তি দিয়েছে, চীনা সরকারের সঙ্গে তারা মার্কিন ব্যবহারকারীদের ডেটা ভাগ করবে না এবং ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষার জন্য তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।