ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মমতাজের তেজপাতা ও জায়েদ খানের বিড়ি টাইমস স্কয়ারের বিলবোর্ডে

নিজের গানের সম্মানজনক এমন আন্তর্জাতিক প্রচারণার মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন মমতাজ।
ঈদ উপলক্ষে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে দুটি গান। ফোক সম্রাজ্ঞী মমতাজের কণ্ঠে‘তেজপাতা’ ও সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের কণ্ঠে ‘বিড়ি’।

এই গান দুটির প্রোমো প্রচারিত হয়েছে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে।

সেখানে বর্ষবরণ অনুষ্ঠানে হাজারো বাঙালির উপস্থিতিতে এই প্রোমো প্রচারিত হয়।

রোববার টিএম রেকর্ডসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানা যায়।

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বাংলা গানের এই প্রচার দেখে উপস্থিত দর্শক-শ্রোতা উৎফুল্ল হয়ে ওঠেন।

নিজের গানের সম্মানজনক এমন আন্তর্জাতিক প্রচারণার মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন শিল্পী মমতাজ।

টাইমস স্কয়ারে বিলবোর্ডে মমতাজের গান।

সেখানে মঞ্চে মমতাজ গানটি গেয়ে শোনান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মমতাজ বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। ভাষায় প্রকাশ করতে পারব না হাজারো দেশি-বিদেশি মানুষের সামনে বাংলা গানের এমন অভূতপূর্ব প্রচারণা। ধন্যবাদ জানাই টিএম কর্নধার তাপস ও মুন্নী ভাবীকে।”

টাইমস স্কয়ার বিলবোর্ডে ‘বিড়ি’ গান

অন্যদিকে, সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের কণ্ঠে ‘বিড়ি’ গানের ভিডিওতে পারফরফেন্স করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

এ গানের মধ্য দিয়ে প্রথমবারের মত মিউজিক ভিডিওতে নাম লিখিয়েছেন তিনি। গানটি মুক্তির পর থেকেই ফেইসবুকে বেশ আলোচনা তৈরি করেছে।

টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপস গান দু’টির কথা সুর, সংগীত পরিচালনার পাশাপাশি মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেন। গান দুটি দিয়েই প্রায় ১৬ বছর পর নির্মাণে ফিরেন তিনি।

মমতাজের তেজপাতা ও জায়েদ খানের বিড়ি টাইমস স্কয়ারের বিলবোর্ডে

আপডেট সময় : ১২:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

নিজের গানের সম্মানজনক এমন আন্তর্জাতিক প্রচারণার মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন মমতাজ।
ঈদ উপলক্ষে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে দুটি গান। ফোক সম্রাজ্ঞী মমতাজের কণ্ঠে‘তেজপাতা’ ও সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের কণ্ঠে ‘বিড়ি’।

এই গান দুটির প্রোমো প্রচারিত হয়েছে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে।

সেখানে বর্ষবরণ অনুষ্ঠানে হাজারো বাঙালির উপস্থিতিতে এই প্রোমো প্রচারিত হয়।

রোববার টিএম রেকর্ডসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানা যায়।

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বাংলা গানের এই প্রচার দেখে উপস্থিত দর্শক-শ্রোতা উৎফুল্ল হয়ে ওঠেন।

নিজের গানের সম্মানজনক এমন আন্তর্জাতিক প্রচারণার মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন শিল্পী মমতাজ।

টাইমস স্কয়ারে বিলবোর্ডে মমতাজের গান।

সেখানে মঞ্চে মমতাজ গানটি গেয়ে শোনান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মমতাজ বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। ভাষায় প্রকাশ করতে পারব না হাজারো দেশি-বিদেশি মানুষের সামনে বাংলা গানের এমন অভূতপূর্ব প্রচারণা। ধন্যবাদ জানাই টিএম কর্নধার তাপস ও মুন্নী ভাবীকে।”

টাইমস স্কয়ার বিলবোর্ডে ‘বিড়ি’ গান

অন্যদিকে, সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদের কণ্ঠে ‘বিড়ি’ গানের ভিডিওতে পারফরফেন্স করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

এ গানের মধ্য দিয়ে প্রথমবারের মত মিউজিক ভিডিওতে নাম লিখিয়েছেন তিনি। গানটি মুক্তির পর থেকেই ফেইসবুকে বেশ আলোচনা তৈরি করেছে।

টিএম রেকর্ডসের কর্ণধার কৌশিক হোসেন তাপস গান দু’টির কথা সুর, সংগীত পরিচালনার পাশাপাশি মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেন। গান দুটি দিয়েই প্রায় ১৬ বছর পর নির্মাণে ফিরেন তিনি।