এবার টেন যাত্রায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের সীমিত সামর্থের মধ্যে এর চেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না এবং এবার যাত্রীদের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হারপাওয়ার প্রকল্পের মাধ্যমে প্রযুক্তির সহায়তার নারীর ক্ষমতায়নের প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দ্রুতই একটি সাটল ট্রেন দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চালু হবে।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং র্যাবিলন রিসোর্সেস লিমিটেডের যৌথ আয়োজনে ৭৫ প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজসহ অনেকে।