কুমিল্লার দেবিদ্বারে বাড়ির পাশে খড় আনতে গিয়ে বজ্রপাতে মোখলেসুর রহমান (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মোখলেসুর রহমান একই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন দেখে বাড়ির পাশে শুকাতে দেওয়া ধানের খড় আনতে যান মোখলেসুর রহমান। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্বজনরা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, উপজেলা প্রশাসন থেকে নিহতের দাফন-কাফনের জন্য নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
মোখলেসুর রহমান ছাড়াও জেলার বুড়িচং, চান্দিনা ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আরও তিনজন নিহতের খবর পাওয়া গেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।