ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রানওয়ের লাইটিংয়ে ত্রুটি, রাতে সৈয়দপুরে বিমান ওঠা-নামা বন্ধ ছিল

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের লাইটিংয়ের শর্টসার্কিটের কারণে গতকাল রোববার (১২মে) রাতে বিমান ওঠা-নামা বন্ধ ছিল। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী তিনটি ফ্লাইটের প্রায় দুইশতাধিক যাত্রী আটকা পড়েছিলেন।

গতকাল রাতে বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট হওয়ায় ওই রুটে বিমান ওঠা-নামা বন্ধ করা হয়। সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, গতকাল রোববার সন্ধ্যার পর সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের লাইটগুলোতে ত্রুটি দেখা দেয়। রানওয়েতে লাইট না জ্বলার কারণে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে তিনটি ফ্লাইট ছেড়ে যেতে পারেনি। এতে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে ঢাকাগামী প্রায় দুইশতাধিক যাত্রী।

বাতিল করা ফ্লাইটগুলো হলো-  ঢাকা-সৈয়দপুর-ঢাকার নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ার এস্ট্রার ফ্লাইট।

রানওয়ের লাইটিংয়ের লাইনগুলো মাটির নিচ দিয়ে করা হয়েছে। ত্রুটি নির্ণয়ে কাজ চলছে বলেও জানান সুপ্লব কুমার ঘোষ।

রানওয়ের লাইটিংয়ে ত্রুটি, রাতে সৈয়দপুরে বিমান ওঠা-নামা বন্ধ ছিল

আপডেট সময় : ০২:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের লাইটিংয়ের শর্টসার্কিটের কারণে গতকাল রোববার (১২মে) রাতে বিমান ওঠা-নামা বন্ধ ছিল। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী তিনটি ফ্লাইটের প্রায় দুইশতাধিক যাত্রী আটকা পড়েছিলেন।

গতকাল রাতে বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট হওয়ায় ওই রুটে বিমান ওঠা-নামা বন্ধ করা হয়। সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, গতকাল রোববার সন্ধ্যার পর সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের লাইটগুলোতে ত্রুটি দেখা দেয়। রানওয়েতে লাইট না জ্বলার কারণে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে তিনটি ফ্লাইট ছেড়ে যেতে পারেনি। এতে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে ঢাকাগামী প্রায় দুইশতাধিক যাত্রী।

বাতিল করা ফ্লাইটগুলো হলো-  ঢাকা-সৈয়দপুর-ঢাকার নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ার এস্ট্রার ফ্লাইট।

রানওয়ের লাইটিংয়ের লাইনগুলো মাটির নিচ দিয়ে করা হয়েছে। ত্রুটি নির্ণয়ে কাজ চলছে বলেও জানান সুপ্লব কুমার ঘোষ।