বগুড়ায় এবার স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জিসান বাবু। সে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
এর আগে সকালে সদর উপজেলার সাবগ্রাম কুরশা এলাকা থেকে অটোরিকশা চালক সম্রাটের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া শনিবার রাতে ২৯ মামলার আসামি ব্রাজিলকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। জিসানের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে বগুড়ায় ২৪ ঘণ্টায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
ওসি রবিউল ইসলাম জানান, সুতানারা এলাকায় জমির মধ্যে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে।
কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, যে ছেলে খুন হয়েছে সে ধুনট উপজেলার। ধুনট ও সারিয়াকান্দি উপজেলার পাশাপাশি এলাকা। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনজন পাথারের মধ্যে মারামারি করছিল। এর মধ্যে একজন ছেলে পালিয়ে গিয়ে জিসানের বাসায় খবর দেয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন জিসানকে মৃত অবস্থায় দেখতে পায়।
ঘটনাস্থলে থানা ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। এছাড়া মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।