ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লড়াই কলকাতা-বেঙ্গালুরুর, দ্বৈরথ কোহলি-গম্ভীরেরও

শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা ও বেঙ্গালুরু। আসরটা জয় দিয়ে শুরু করেছে কলকাতা। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বেঙ্গালুরু। দুদলই টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে আজ। তবে দলের লড়াই ছাপিয়ে ম্যাচটা উত্তাপ ছড়াচ্ছে কোহলি ও গম্ভীরের মুখোমুখি দেখা হওয়া নিয়ে। গত মৌসুমে গম্ভীর ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে। সেই সময় মাঠের মধ্যেই কোহালির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন তারা। একে অপরের মুখের কাছে এসে আগ্রাসী ভঙ্গিতে বাক্যবিনিময় করতে থাকেন। দলের অন্য ক্রিকেটারেরা এসে তাদের আলাদা করেন। ওই ঘটনায় দুজনের জরিমানাও হয়েছিল। এ বার কলকাতার মেন্টর গম্ভীর। শুক্রবার তাদের মধ্যে আবারও দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট মহল।

আইপিএলের ১৭তম আসরের দশম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুদলের লড়াই ছাপিয়ে যেখানে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট মহল। এক দশক আগের দ্বন্দ্ব জিইয়ে রেখে গত মৌসুমেও মাঠে বিবাদে জড়িয়েছিলেন তারা।

শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা ও বেঙ্গালুরু। আসরটা জয় দিয়ে শুরু করেছে কলকাতা। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বেঙ্গালুরু। দুদলই টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে আজ। তবে দলের লড়াই ছাপিয়ে ম্যাচটা উত্তাপ ছড়াচ্ছে কোহলি ও গম্ভীরের মুখোমুখি দেখা হওয়া নিয়ে।

গত মৌসুমে গম্ভীর ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে। সেই সময় মাঠের মধ্যেই কোহালির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন তারা। একে অপরের মুখের কাছে এসে আগ্রাসী ভঙ্গিতে বাক্যবিনিময় করতে থাকেন। দলের অন্য ক্রিকেটারেরা এসে তাদের আলাদা করেন। ওই ঘটনায় দুজনের জরিমানাও হয়েছিল। এ বার কলকাতার মেন্টর গম্ভীর। শুক্রবার তাদের মধ্যে আবারও দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট মহল।

দুজনের মধ্যে প্রথম বার ঝামেলা হয়েছিল ২০১৩ সালে। তখন বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি আর কলকাতার অধিনায়ক গম্ভীর। ১০ বছর পরেও তাদের সম্পর্ক যে ঠিক হয়নি, তা বোঝা গিয়েছিল গত মৌসুমে লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরু ম্যাচে। সেই রেশ শুক্রবারও থাকবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত ও কলকাতার সাবেক পেসার বরুণ অ্যারন।

বরুণ বলেন, ‘আমি কোনো ঝামেলা উস্কে দিতে চাই না। কিন্তু আমার নজর এই ম্যাচে মাঠের বাইরেও থাকবে। গম্ভীর থাকবে বেঙ্গালুরুর ডাগ আউটের পাশে। কী যে হবে কে জানে! আমরা সবাই জানি কোহলি আগ্রাসী। ও যদি কলকাতার ডাগ আউটে গম্ভীরকে দেখে তা হলে অবশ্যই সেই আগ্রাসন আরও বেড়ে যাবে।’

লড়াই কলকাতা-বেঙ্গালুরুর, দ্বৈরথ কোহলি-গম্ভীরেরও

আপডেট সময় : ০৭:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আইপিএলের ১৭তম আসরের দশম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুদলের লড়াই ছাপিয়ে যেখানে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট মহল। এক দশক আগের দ্বন্দ্ব জিইয়ে রেখে গত মৌসুমেও মাঠে বিবাদে জড়িয়েছিলেন তারা।

শুক্রবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা ও বেঙ্গালুরু। আসরটা জয় দিয়ে শুরু করেছে কলকাতা। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বেঙ্গালুরু। দুদলই টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে আজ। তবে দলের লড়াই ছাপিয়ে ম্যাচটা উত্তাপ ছড়াচ্ছে কোহলি ও গম্ভীরের মুখোমুখি দেখা হওয়া নিয়ে।

গত মৌসুমে গম্ভীর ছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে। সেই সময় মাঠের মধ্যেই কোহালির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন তারা। একে অপরের মুখের কাছে এসে আগ্রাসী ভঙ্গিতে বাক্যবিনিময় করতে থাকেন। দলের অন্য ক্রিকেটারেরা এসে তাদের আলাদা করেন। ওই ঘটনায় দুজনের জরিমানাও হয়েছিল। এ বার কলকাতার মেন্টর গম্ভীর। শুক্রবার তাদের মধ্যে আবারও দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট মহল।

দুজনের মধ্যে প্রথম বার ঝামেলা হয়েছিল ২০১৩ সালে। তখন বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি আর কলকাতার অধিনায়ক গম্ভীর। ১০ বছর পরেও তাদের সম্পর্ক যে ঠিক হয়নি, তা বোঝা গিয়েছিল গত মৌসুমে লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরু ম্যাচে। সেই রেশ শুক্রবারও থাকবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত ও কলকাতার সাবেক পেসার বরুণ অ্যারন।

বরুণ বলেন, ‘আমি কোনো ঝামেলা উস্কে দিতে চাই না। কিন্তু আমার নজর এই ম্যাচে মাঠের বাইরেও থাকবে। গম্ভীর থাকবে বেঙ্গালুরুর ডাগ আউটের পাশে। কী যে হবে কে জানে! আমরা সবাই জানি কোহলি আগ্রাসী। ও যদি কলকাতার ডাগ আউটে গম্ভীরকে দেখে তা হলে অবশ্যই সেই আগ্রাসন আরও বেড়ে যাবে।’