ভারতের জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ আরও চারদিন বাড়িয়েছেন ভারতের একটি আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিল্লির একটি আদালত তার রিমান্ডের মেয়াদ ১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেন।
এর আগে গত ২১ মার্চ মদ নীতি কেলেঙ্কারির মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ২৮ মার্চ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করে ইডি হেফাজতে পাঠান।
আম আদমি পার্টি বলছে, কেজরিওয়ালের বিরুদ্ধে হওয়া মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদিও দলটির এই অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার। মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দাবি, কেজরিওয়ালের গ্রেফতারিতে তাদের কোনো হস্তক্ষেপ নেই।