ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইহুদিরা আল আকসার জায়গায় থার্ড টেম্পল নির্মাণ করতে চায় কেনো?

  • ইসলাম ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • 103

বহু বছর আগে ‘থার্ড টেম্পলের’ নকশা তৈরি করে রেখেছে ইহুদিরা

মনিটর এর দাম জানতে এখন-ই ক্লিক করুন

আল-আকসা প্রাচীন মসজিদগুলোর একটি। ইসলাম ও মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। মক্কায় হজ ও ওমরাহ পালনের আগে আল-আকসা ছিল মুসলমানদের কাছে প্রধান ধর্মীয় স্থান।

ইহুদিরা বিশ্বাস করে, ‘টেম্পল মাউন্টেই’ তাদের পয়গম্বর আব্রাহাম (নবী ইব্রাহিম আ.) তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। তাদের বিশ্বাস মতে, এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করে, তিন হাজার বছর আগে রাজা সুলেমান (হজরত সুলাইমান আ.) এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন। যেটি ধ্বংস করে দেয় ব্যাবিলনীয়রা।

থার্ড টেম্পল কী?

হযরত দাউদ (আ.)-এর সন্তান হযরত সুলায়মান (আ.) জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআ’লার মহিমা তুলে ধরতে তিনি সেখানে পুনর্নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ।

 
হযরত সুলাইমান (আ.)-এর ইবাদাতগৃহ ইহুদিদের কাছে ‘ফার্স্ট টেম্পল’ নামে পরিচিত। খ্রিষ্টপূর্ব ৫৮৯ অব্দে ব্যাবিলনের রাজা জেরুজালেম অবরোধ করেন। খ্রিষ্টপূর্ব ৫৮৬ অব্দে ফার্স্ট টেম্পল ধ্বংস করে ফেলা হয়। ইহুদিদেরকে ঐ সময় ব্যাবিলনে নির্বাসিত করে দেয়া হয়েছিল।

ব্যাবিলনের পতনের পর খ্রিস্টপূর্ব ৫৩৯ অব্দে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট ইহুদিদের কিংডম অব জুডাতে ফিরে আসার অনুমতি দেন। হিব্রু বাইবেল অনুযায়ী ৫৩৭ খ্রিস্টপূর্বাব্দে ফার্স্ট টেম্পলের জায়গায় ‘সেকেন্ড টেম্পল’ নির্মাণকাজ শুরু হয়। ৬৬ খ্রিস্টাব্দে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এরপর ৭০ খ্রিস্টাব্দে রোমান সেনাবাহিনী ‘সেকেন্ড টেম্পল’ ধ্বংস করে ফেলে।
 
২০০০ বছর ধরে ইহুদিরা তাদের স্বপ্নের ‘থার্ড টেম্পল’ বানানোর আশায় বসে আছে। ‘থার্ড টেম্পল’ তৈরি না করতে পারলে তাদের ‘মাসিহ’ দাজ্জালের আগমন হবে না- তারা এমনটাই বিশ্বাস করে। তাদের বিশ্বাস, ‘থার্ড টেম্পল’ তৈরি করার পরই তাদের ‘ত্রাণকর্তা’ দাজ্জালের আগমন ঘটবে। তা না হলে দাজ্জালের আগমন হবে না। 
 
দাজ্জাল এসে ইহুদিদের স্বর্ণযুগ ফিরিয়ে দিবে। ‘মসিহ, বিধাতার জন্য একখানা গৃহ নির্মাণ করবে’ (বাইবেলের পুরাতন নিয়ম, ১ খান্দাননামা ১৭:১১-১৫)। আর ইহুদিদের বিশ্বাস, তাদের উপাসনালয়ের অবস্থান ‘টেম্পল মাউন্টে’ ঠিক যেখানটায় মসজিদুল আকসা তথা কুব্বাতুস সাখরা অবস্থিত, সেখানে।

সকল প্রকার কম্পিউটার পূন্যের দাম জানতে এখন-ই ক্লিক করুন

ইহুদিরা আল আকসার জায়গায় থার্ড টেম্পল নির্মাণ করতে চায় কেনো?

আপডেট সময় : ০১:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

আল-আকসা প্রাচীন মসজিদগুলোর একটি। ইসলাম ও মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। মক্কায় হজ ও ওমরাহ পালনের আগে আল-আকসা ছিল মুসলমানদের কাছে প্রধান ধর্মীয় স্থান।

ইহুদিরা বিশ্বাস করে, ‘টেম্পল মাউন্টেই’ তাদের পয়গম্বর আব্রাহাম (নবী ইব্রাহিম আ.) তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। তাদের বিশ্বাস মতে, এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করে, তিন হাজার বছর আগে রাজা সুলেমান (হজরত সুলাইমান আ.) এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন। যেটি ধ্বংস করে দেয় ব্যাবিলনীয়রা।

থার্ড টেম্পল কী?

হযরত দাউদ (আ.)-এর সন্তান হযরত সুলায়মান (আ.) জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআ’লার মহিমা তুলে ধরতে তিনি সেখানে পুনর্নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ।

 
হযরত সুলাইমান (আ.)-এর ইবাদাতগৃহ ইহুদিদের কাছে ‘ফার্স্ট টেম্পল’ নামে পরিচিত। খ্রিষ্টপূর্ব ৫৮৯ অব্দে ব্যাবিলনের রাজা জেরুজালেম অবরোধ করেন। খ্রিষ্টপূর্ব ৫৮৬ অব্দে ফার্স্ট টেম্পল ধ্বংস করে ফেলা হয়। ইহুদিদেরকে ঐ সময় ব্যাবিলনে নির্বাসিত করে দেয়া হয়েছিল।

ব্যাবিলনের পতনের পর খ্রিস্টপূর্ব ৫৩৯ অব্দে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট ইহুদিদের কিংডম অব জুডাতে ফিরে আসার অনুমতি দেন। হিব্রু বাইবেল অনুযায়ী ৫৩৭ খ্রিস্টপূর্বাব্দে ফার্স্ট টেম্পলের জায়গায় ‘সেকেন্ড টেম্পল’ নির্মাণকাজ শুরু হয়। ৬৬ খ্রিস্টাব্দে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এরপর ৭০ খ্রিস্টাব্দে রোমান সেনাবাহিনী ‘সেকেন্ড টেম্পল’ ধ্বংস করে ফেলে।
 
২০০০ বছর ধরে ইহুদিরা তাদের স্বপ্নের ‘থার্ড টেম্পল’ বানানোর আশায় বসে আছে। ‘থার্ড টেম্পল’ তৈরি না করতে পারলে তাদের ‘মাসিহ’ দাজ্জালের আগমন হবে না- তারা এমনটাই বিশ্বাস করে। তাদের বিশ্বাস, ‘থার্ড টেম্পল’ তৈরি করার পরই তাদের ‘ত্রাণকর্তা’ দাজ্জালের আগমন ঘটবে। তা না হলে দাজ্জালের আগমন হবে না। 
 
দাজ্জাল এসে ইহুদিদের স্বর্ণযুগ ফিরিয়ে দিবে। ‘মসিহ, বিধাতার জন্য একখানা গৃহ নির্মাণ করবে’ (বাইবেলের পুরাতন নিয়ম, ১ খান্দাননামা ১৭:১১-১৫)। আর ইহুদিদের বিশ্বাস, তাদের উপাসনালয়ের অবস্থান ‘টেম্পল মাউন্টে’ ঠিক যেখানটায় মসজিদুল আকসা তথা কুব্বাতুস সাখরা অবস্থিত, সেখানে।