ফেসবুকে ভুঁড়িভোজ
এক লোক সকাল সকাল ফেসবুক খুলে বসেছিল। তার এক নারী বন্ধু লুচি, আলুরদমের ছবি আপলোড করে লিখলেন, ‘এসো, সবাই ব্রেকফাস্ট করি।’
লোকটি কমেন্ট করলেন, ‘খুব ভালো টেস্ট ছিল, দারুণ লাগলো।’ লোকটির স্ত্রী এই কমেন্ট দেখে স্বামীকে আর টিফিন দিলেন না।
চার ঘণ্টা না খেতে দেওয়ার পর স্ত্রী বললেন—
স্ত্রী: কই গো, শুনছো?
স্বামী: কী হয়েছে?
স্ত্রী: তুমি কি লাঞ্চ ঘরে করবে নাকি ফেসবুকে?
****
বাঘটা কোথা থেকে এলো!
দুই বন্ধু গিয়েছে শিকারে। এমন সময় তারা বাঘের পায়ের ছাপ আবিষ্কার করলো। ফিসফিস করে এক বন্ধু বললো অপরজনকে—
১ম বন্ধু: এই দেখেছিস এটা কিসের পায়ের ছাপ?
২য় বন্ধু: হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বাঘের।
১ম বন্ধু: আচ্ছা তাহলে তুই পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ, বাঘটা কোথায় গেল।
২য় বন্ধু: তুই তাহলে কি করবি?
১ম বন্ধু: আরে আমি পিছনে গিয়ে দেখে আসি, বাঘটা কোথা থেকে এলো!
****
রুশ ভাষা বোঝার সহজ উপায়
রাশিয়ার এক কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছে পল্টু। কোম্পানির প্রতিনিধি তাকে জিজ্ঞাসা করলেন—
কোম্পানি প্রতিনিধি: আপনি রুশ ভাষা বোঝেন তো?
পল্টু: জ্বি স্যার, বাংলা করে দিলে বুঝি।