ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ফসলি জমির মাটি কেটে খাদ বানিয়ে ট্রাকে করে মাটি ইটভাটায় বিক্রি করার দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
এসময় তিনটি মাহিন্দ্রা ট্রাক ও একটি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘন ও ১৫ ধারায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ। এ সময় তার সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, উপজেলা কর্মকর্তা শরিফ হোসেন খান, খোরশেদ আলম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. মোতাহার (৫৫), মো. শামীম (১৯) ও আতিক (২৭)। সাজাপ্রাপ্ত তিনজনকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জব্দ করা মাহিন্দ্রা ট্রাক ও শ্যালো মেশিন থানা হেফাজতে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ বলেন, তেঘরিয়া ইউনিয়নের কুমলিরচক মৌজায় মাটি চোর চক্র দিনে ও রাতে মাটি চুরি করে বিক্রি করছিল। অভিযান পরিচালনা করার সময় মাটি কাটায় সরাসরি জড়িত থাকার অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।